৪ নভেম্বর ২০২৫

সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় স্ত্রী ও ভাতিজিসহ চট্টগ্রামের ব্যবসায়ী নিহত

পবিত্র মক্কা থেকে ওমরাহ পালন শেষে মদিনা ফেরার পথে মরুভূমির বালু ঝড়ের কবলে পড়ে সড়ক দূর্ঘটনায় চট্টগ্রাম বক্সিহাটের বাসিন্দা রায়হান, তার স্ত্রী ও ভাতিজি নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আহত হয়।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকাল ৫টায় এ দুর্ঘটনা ঘটে। আহত দুইজনকে উদ্ধার করে মদিনা আল’দার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- আমিনুল রহমান রোড বক্সিরহাট ওয়ার্ড বাসিন্দা ও ৩৫ নং ওয়ার্ডের সাবেক কমিশনার মাহবুব আলমের বোনের ছেলে রায়হান, তার স্ত্রী ও ভাতিজি।

আহতরা হলেন- রায়হানের ছেলে ও ইকবাল নামের এক মদিনা প্রবাসী ব্যবসায়ী।

মরুভূমির বালু ঝড়ের কারণে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এই দুর্ঘটনার শিকার হয়েছে বলে জানা যায়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ