বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের সীতাকুণ্ডে স্টিল মিলে ফার্ণেস বিস্ফোরণের ঘটনায় ৫ শ্রমিক মারাত্মকভাবে দগ্ধ হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার বানুর বাজার এলাকায় সীমা স্টিল রি-রোলিং মিলে এ দগ্ধের ঘটনা ঘটে। দগ্ধদের নগরীর বেসরকারী হাসপাতাল আল আমিনে ভর্তি করা হয়েছে।
বিস্ফোরণের খবর পেয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা ও ওসি (তদন্ত) শামীম শেখ কারখানা পরিদর্শন করেন।
দগ্ধরা হলেন, সীতাকুণ্ডের তুলাতলী এলাকার কেরামত আলীর পুত্র রাজীব বিশ্বাস (৩৩)।একই উপজেলার বানুর বাজার এলাকার নুর আলমের পুত্র আবুল কাশেম (৪০), খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার বোয়ালখালী প্রকল্প এলাকার মনসিংহ ত্রিপুরার পুত্র যতনময় ত্রিপুরা (২২), চট্টগ্রামের পটিয়া থানার রতনপুর এলাকার আবুল কালামের পুত্র আবু হাছান (২৪), লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার রসুলপুর এলাকার আবুল বাশারের পুত্র মো.বাবুল (৩৪)।
জানা যায়,সকালে স্টিল মিলের ফার্ণেসে লোহা গলানোর কাজ করার সময় হঠাৎ বিকট শব্দে ফার্ণেস বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় ফার্ণেসের ভেতরে থাকা উত্তপ্ত লোহার গলিত শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে থাকা ৫ শ্রমিক দগ্ধ হয়।
দুর্ঘটনার পর দগ্ধ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে নগরীর বেসরকারী হাসপাতাল আল আমিনে ভর্তি করা হয়েছে। হাসপাতালে দগ্ধ ৫ শ্রমিকের মধ্যে তিন শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও আবু হাছান এবং আবুল কাশেমের শরীরের ১৮ শতাংশ দগ্ধ হওয়ায় তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) শামীম শেখ জানান, স্টিল মিলে ফার্ণেস বিস্ফোরণের খবর পেয়ে আমরা কারখানা পরিদর্শন করেছি। লোহা গলানোর কাজ করার সময় ফার্ণেস বিস্ফোরণে গলিত লোহা ছড়িয়ে পড়ায় ৫ শ্রমিক দগ্ধ হয়েছে। দগ্ধ শ্রমিকদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
বাংলাধারা/এফএস/টিএম













