২৪ অক্টোবর ২০২৫

স্ত্রী হারালেন আনিসুর রহমান মিলন

বিনোদন ডেস্ক »

মারা গেছেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি আহমেদ। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি।

ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে এ খবর নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই

আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে এ খবর নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই। ফেসবুক পেজে তিনি লিখেন, আমার স্ত্রী পলি আহমেদ আজ সকালে ১১টা ৫৭ মিনিটে ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সামাজিক মাধ্যমে মিলনের স্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করছেন বিনোদনজগতের নির্মাতা-অভিনেতাসহ শুভাকাঙ্ক্ষীরা।

পলি আহমেদ আনিসুর রহমান মিলনের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর ২০১৫ সালে যুক্তরাষ্ট্র প্রবাসী পলি আহমেদকে বিয়ে করেছিলেন মিলন।

আরও পড়ুন