১৬ ডিসেম্বর ২০২৫

স্পিডবোট উল্টে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে স্পিডবোট উল্টে নিখোঁজ যমজ দুই বোনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এটি আদিফা না আলিভার মরদেহ, তা শনাক্ত করা যায়নি।

শুক্রবার (২২ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে সন্দ্বীপ থানাধীন উড়িরচর ইউনিয়নে সগর উপকূল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সন্দ্বীপ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার কিরিটি রঞ্জন বড়ুয়া বলেন, গুপ্তছড়া ঘাট থেকে ২৫ কিলোমিটার দূরে উড়িরচর এলাকায় মরদেহ ভাসার খবর পেয়ে সেটি উদ্ধার করা হয়। তবে এটি যমজ দুই শিশুকন্যার মধ্যে কার মরদেহ, তা শনাক্ত করা যায়নি। মরদেহ সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে বুধবার (২০ এপ্রিল) সকাল ৮টার দিকে কুমিরার গুপ্তছড়া ও মাইটভাঙা ঘাটের মাঝামাঝি স্থানে স্পিডবোট দুর্ঘটনায় আলাউদ্দিন-পান্না দম্পতির দুই কন্যা ও মো. সমীরের ৯ বছর বয়সী সন্তান সৈকত নিখোঁজ হয়। চট্টগ্রাম থেকে সন্দ্বীপ যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে স্পিডবোটটি ডুবে যায়। বোটে ২০ জন যাত্রী ছিল।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ