বাংলাধারা প্রতিবেদন »
পটিয়ায় টিকা কেলেঙ্কারির ঘটনায় হাজিরা খাতায় স্বাক্ষর জালিয়াতির অভিযোগে জাতীয় সংসদের হুইপ ও পটিয়া আসনের সাংসদ সামশুল হকের অনুসারী রবিউল ইসলামের স্ত্রী কুলসুমা আক্তারের বিরুদ্ধে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ।
বুধবার (১১ আগস্ট) পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সব্যসাচী নাথ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এছাড়া তদন্ত কমিটিকে আগামী ২ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়ছে।
বিষয়টি নিশ্চিত করেন পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা সব্যসাচী নাথ বলেন, এই ঘটনায় গত ৮ আগস্ট সিভিল সার্জন স্বাক্ষরিত এক চিঠিতে তদন্ত কমিটি করার নির্দেশনা দেওয়া হয়েছিল।
কমিটির প্রধান করা হয়েছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. প্রবাল চক্রবর্তীকে। এ ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সাদিয়া আক্তারকে কমিটির সদস্যসচিব এবং আশিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সহকারী সার্জন ডা. রাজীব দে’কে সদস্য করা হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিস্ট (ইপিআই) মো. রবিউল হোসেন প্রশাসনের অনুমতি না নিয়ে হুইপের সম্মতিতে টিকা কার্যক্রম পরিচালনা করার অভিযোগ উঠে। এ ছাড়া তার স্ত্রী স্বাস্থ্য সহকারী কুলসুমা আকতার অনুপস্থিত থাকলেও রবিউল নিজেই হাজিরা দিয়ে দেন বলে অভিযোগ পাওয়া যায়।
বাংলাধারা/এফএস/এআই













