২৪ অক্টোবর ২০২৫

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আখতারুজ্জামান চৌধুরী বাবু

বাংলাধারা ডেস্ক »

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বাংলাদেশের সর্বোচ্চ পদকের জন্য মনোনিত হয়েছে।

তিনিসহ মোট ৯ ব্যক্তি ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল রাষ্ট্রের সর্বোচ্চ পদকের জন্য মনোনীত হয়েছেন।

রবিবার (৭ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে মনোনীতদের নাম প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এছাড়া একই ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন মরহুম একেএম বজলুর রহমান, শহীদ আহসান উল্লাহ মাস্টার, মরহুম বীর মুক্তিযোদ্ধা বিগ্রেডিয়ার জেনারেল খুরশিদ আহমেদ। বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. মৃণ্ময় গুহ নিয়োগী, সাহিত্যে কবি মহাদেব সাহা, সংস্কৃতিতে আতাউর রহমান ও গাজী মাজহারুল আনোয়ার, সমাজসেবা ও জনসেবায় ড. এম আমজাদ হোসেন, গবেষণা ও প্রশিক্ষণে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পুরস্কার পাচ্ছেন।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন