২৩ অক্টোবর ২০২৫

স্বামীকে বেঁধে রেখে দুই দফায় ধর্ষণ, গ্রেপ্তার ৫!

কুমিল্লার লাকসামে স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে দুই দফায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর বাড়ি নোয়াখালীতে।

পুলিশ জানায়, গত ১৩ মার্চ ওই দম্পতি লাকসামে তাদের আত্মীয়ের বাড়িতে আসেন। পরদিন সকালে লাকসাম বাইপাস মোড় থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে সিএনজিতে ওঠেন। সিএনজিচালক মো. মাসুদ তাদের স্বামী-স্ত্রী সম্পর্ক নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং কৌশলে লাকসামের গন্ডামারা এলাকায় নিয়ে যান। সেখানে অভিযুক্তরা তাদের ব্যাগ তল্লাশি করে এবং পরিকল্পিতভাবে স্বামীকে ফেলে রেখে স্ত্রীকে অপহরণ করে লাকসামে নিয়ে যায়।

পরবর্তীতে ভুক্তভোগীকে লাকসামের পাইকপাড়া এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে মো. মাসুদ ও মোহাম্মদ আলী ধর্ষণ করেন। এরপর তাকে লাকসাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তালুকদার ভিলার একটি ভাড়া বাসায় নিয়ে দ্বিতীয় দফায় ধর্ষণ করা হয়। স্থানীয়দের সহায়তায় গৃহবধূকে উদ্ধার করা হয় এবং তার মা লাকসাম থানায় মামলা দায়ের করেন।

পুলিশের অভিযানে লাকসামের বিভিন্ন এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—মনোহরপুর এলাকার মোহাম্মদ আলী (২৫), শ্রীপুর মধ্যপাড়ার মো. মাসুদ (২৩), বাতাখালী এলাকার মনির হোসেন হৃদয় (২৩), উত্তর বিনই এলাকার আল আমিন (২৩) এবং মধ্য লাকসামের বিলকিছ আক্তার কল্পনা (৪০)।

ভুক্তভোগী বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন। লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা জানান, আসামিদের বিরুদ্ধে ধর্ষণ ও সহায়তার অভিযোগে মামলা হয়েছে এবং তাদের সোমবার আদালতে পাঠানো হবে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন