চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ইন্টার্ন চিকিৎসক কাউন্সিলের আহ্বানে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
এক বিবৃতিতে ইন্টার্ন চিকিৎসকরা অভিযোগ করেছেন যে, বারবার হাইকোর্টের রায় পেছানোর মাধ্যমে স্বাস্থ্যখাতকে সংকটে ফেলা হচ্ছে। ১৯ ফেব্রুয়ারি ৯০তম বারের মতো রায় স্থগিত হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত কার্যকর সমাধানের দাবি জানিয়েছেন।
তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—
- এমবিবিএস/বিডিএস ব্যতীত কেউ ডাক্তার পদবী ব্যবহার করতে পারবে না এবং বিএমডিসি রেজিস্ট্রেশন ছাড়া কারো চিকিৎসা প্রদান নিষিদ্ধ করতে হবে।
- সরকারি ম্যাটস থেকে ২০১০ সালের পর পাস করা শিক্ষার্থীদের বিএমডিসি রেজিস্ট্রেশন বন্ধ করতে হবে।
- চিকিৎসাব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করতে হবে এবং শুধুমাত্র এমবিবিএস/বিডিএস চিকিৎসকরাই নির্দিষ্ট ওষুধ প্রেসক্রাইব করতে পারবেন।
- স্বাস্থ্যখাতে সঠিক বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ করতে হবে, শূন্যপদ পূরণে ৫০ হাজার চিকিৎসক নিয়োগ দিতে হবে এবং বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিয়োগ প্রক্রিয়া দ্রুততর করতে হবে।
- সমস্ত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল এবং নিম্নমানের মেডিকেল কলেজগুলো বন্ধ করে ম্যাটস শিক্ষার্থীদের শুধুমাত্র মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে সংযুক্ত করতে হবে।
ইন্টার্ন চিকিৎসকরা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই ধর্মঘট চালিয়ে যাবেন এবং দেশের অন্যান্য মেডিকেল কলেজের চিকিৎসকরাও তাদের এই আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন।













