বাংলাধারা প্রতিবেদক »
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শোকবার্তায় ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, নির্মল রঞ্জন গুহ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একজন বিশ্বস্ত কর্মী ছিলেন। তিনি মুজিব আদর্শ বাস্তবায়নে আন্দোলন-সংগ্রামে সর্বদা সোচ্চার ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে সুসংগঠিত করে একটি শক্তিশালী সংগঠনে রুপান্তর করতে নিরলস পরিশ্রম করে গেছেন। তাঁর মৃত্যুতে আমরা একজন দক্ষ ও বিশ্বস্ত সংগঠককে হারালাম।
শিক্ষা উপমন্ত্রী নির্মল রঞ্জন গুহ আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।













