বাংলাধারা বিনোদন »
চলচ্চিত্র, চলচ্চিত্র নির্মাতা এবং চলচ্চিত্রমোদী দর্শকদের জন্য আয়োজন করা হয়েছে চিত্রভাষা ফিল্ম ফেস্টিভ্যাল-২০২১। প্রথমবারের মতো অনলাইনে আয়োজিত এই ফেস্টিভ্যালে স্বাগত জানানো হচ্ছে স্মার্টফোনে ধারণকৃত পাঁচ মিনিট ব্যাপ্তির চলচ্চিত্রকে। ১৫ বছরের বেশি বয়সী বাংলাদেশের নাগরিক, প্রবাসী বাংলাদেশি এবং নির্মাণে আগ্রহী নির্মাতারা এতে অংশ নিতে পারবেন।
সংশ্লিষ্টরা জানান, সংস্কৃতি এবং মানুষের মধ্যে চলচ্চিত্র হচ্ছে যোগাযোগের সেতু। জাতীয় ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নির্মাতাদের সম্ভাবনার সাথে বাঁচতে অনুপ্রাণিত করা এবং তাদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ তৈরি করা চিত্রভাষা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্দেশ্য। সৃজনশীল, নতুন ভাবনামূলক চলচ্চিত্র ছাড়াও ফিচার, ফিকশন, ডকুমেন্টারি, অ্যানিমেশন ও পরীক্ষামূলক চলচ্চিত্র উৎসবে অন্তর্ভুক্ত রয়েছে।
উল্লেখ্য, কয়েক বছর ধরে চিত্র প্রদর্শনী, অনলাইন আর্ট শো এবং অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করছে চিত্রভাষা গ্যালারি। এরই ধারাবাহিকতায় ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন। ফেস্টিভ্যালের বাছাইকৃত চলচ্চিত্র প্রদর্শন করা হবে লন্ডনে। বিস্তারিত জানতে লগইন করতে হবে: https://chitrobhasha.org/cff/ ওয়েবসাইটে।
বাংলাধারা/এফএস/এআর













