৩০ অক্টোবর ২০২৫

স্মার্ট মিরসরাই গড়তে রুহেলের পক্ষে নৌকায় ভোট চাইলেন চেয়ারম্যান নয়ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার প্রচারণা। চট্টগ্রামের মিরসরাই আসনে নৌকার প্রার্থী মাহবুব উর রহমান রুহেলও নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা শুরু করছেন। এছাড়া রুহেলের নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ শুরু করেছেন উপজেলার ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভার জনপ্রতিনিধিরাও।

উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নও সরব নিজ এলাকায়। নিজ এলাকার জনগণের সাথে নিয়মিত যোগাযোগের পাশাপাশি চালিয়ে যাচ্ছেন গনসংযোগও।

নয়নের ভোট ব্যাংক খ্যাত করেরহাটে খানিকটা নির্ভার রুহেল। এখানে অন্যান্য আওয়ামী লীগ নেতারাও ঐক্যবদ্ধ নৌকাকে জিতাতে। বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ পুত্র রুহেলের শক্ত প্রতিদ্বন্দ্বী গিয়াস উদ্দিন ভোটের মাঠে খানিকটা পিছিয়ে আছে করেরহাটে।

সোমবার প্রতীক বরাদ্দ পেয়ে করেরহাটে ছুটে যান রুহেল। সেখানে মতবিনিময় করেন স্থানীয় ভোটারদের সাথে। এসময় সেখানে উপস্থিত থাকেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নসহ অন্যান্য নেতারা। এসময় রুহেল তার বক্তব্যে স্মার্ট মিরসরাই গড়তে নৌকাকে ভোট দেওয়ার আহ্বান জানান। এছাড়া মিরসরাইকে একটা নিরাপদ নগরী এবং আবাসস্থল হিসেবে গড়ে তুলার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন বলেন, স্মার্ট মিরসরাই গড়তে হলে রুহেল ভাইয়ের কোনো বিকল্প নেই। করেরহাট নৌকার ভোট ব্যাংক। এখানে সবাই নৌকা জয়ী করতে একাট্টা।

তিনি আরো বলেন, রুহেল ভাইয়ের যে পরিকল্পনা প্রাণ, প্রকৃতি পরিবেশ নিয়ে এটি মিরসরাইয়ে জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মিরসরাইয়ের যে সম্ভবনা সেটিকে বাস্তবায়ন করার কাজ করে চলছেন।করেরহাটের জনসাধারণকে স্মার্ট মিরসরাই গড়ে তুলার লক্ষে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান এনায়েত হোসেন নয়ন।

মিরসরাই উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিয়ন করেরহাট ইউনিয়ন। ভারতের সীমান্তের পাশাপাশি চট্টগ্রামের প্রবেশমুখ এই ইউনিয়নে সাথে রয়েছে পাশ্ববর্তী জেলা ফেনী এবং ফটিকছড়ি ও রামগড়ের সীমান্ত।এখানে প্রায় ৩৬ হাজার মানুষের বসবাস। যেখানে ভোটার সংখ্যা ২৯ হাজার ৫শ ৫৬ জন।উপজেলার বৃহত্তম ইউনিয়নের ভিতর করেরহাট অন্যতম। বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এনায়েতন হোসেন নয়ন। ২০১৬ সাল থেকে টানা দুই বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে নিজ এলাকায় বেশ জনপ্রিয়তাও লাভ করেছেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে করেরহাটে নৌকা মনোনীত প্রার্থী রুহেলের অন্যতম ট্রাম্প কার্ড নয়ন।জনপ্রতিনিধি হয়ে নিজ উদ্যোগে শিক্ষা ও সেবামূলক এবং অবকাঠামো নির্মাণকাজে অংশ নিয়েছেন তিনি।

আরও পড়ুন