সীতাকুণ্ডে পুকুরের পানিতে ডুবে যমজ দুই শিশু কন্যার মৃত্যু হয়েছে। নিহতরা হলো- উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারো আউলিয়াস্থ কাজলী পাড়া গ্রামের মো. এরশাদের সাড়ে তিন বছরের যমজ দুই কন্যা শিশু সামিয়া সুলতানা ও সাফিয়া সুলতানা।
শুক্রবার (১০ নভেম্বর ) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জমজ শিশু সাফিয়া ও সামিয়া শুক্রবার বিকালে নাস্তা করে খেলতে যায়। খেলতে গিয়ে তারা পুকুরের পানিতে পড়ে যায়। এক পর্যায়ে মা নার্গিস আক্তার তাদের দেখতে না পেয়ে চারদিকে খুঁজতে থাকেন। এরপর শিশু দুটির পায়ের স্যান্ডেল পুকুরে ভাসতে দেখে মা নার্গিস আক্তার। পানিতে স্যান্ডেল ভাসতে দেখে জমজ শিশুর মায়ের কান্নার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে। তাদের তৎক্ষণিকভাবে ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।













