বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :::
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের প্রবেশ দ্বারে বসানো হয়েছে করোনা প্রতিরোধক বুথ।
বুধবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মোছলেম উদ্দিন আহমদের পক্ষে এ করোনা বুথের উদ্বোধন করেন আওয়ামী লীগ নেতা অজিত বিশ্বাস।
এ সময় তিনি বলেন, বৈশ্বিক মহামারী করোনা থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই। করোনা ভাইরাস ধনী-গরীব মানে না। তাই জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকলে সুরক্ষিত থাকতে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল আল নোমান, আওয়ামী লীগ নেতা বিশ্বজিত চৌধুরী, শাহাদাৎ হোসেন মুন্না, যুবলীগ নেতা জুয়েল ঘোষ, সৌমেন ভট্টাচার্য, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, শুভাশীষ চৌধুরী, মোরশেদ আলম এরফান প্রমুখ।
এ করোনা বুথে পথচারিরা বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক পাবেন । এছাড়া ব্যবহৃত মাস্ক যত্রতত্র না ফেলে বুথে স্থাপিত ডাস্টবক্সে ফেলার সুবিধা রয়েছে।
বাংলাধারা/এআই













