২৪ অক্টোবর ২০২৫

স্যোসাল এইড ফাউন্ডেশন তার নামকে ছাড়িয়ে গেছে কর্মগুণে : মহিউদ্দিন চৌধুরী

স্যোসাল

ক্লিফটন গ্রুপের সিইও এবং বিজিএমইএ পরিচালক লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী সিআইপি বলেন, সোস্যাল এইড ফাউন্ডেশন তার নামের নামের স্বার্থকতা ছাড়িয়ে গেছে নিজ কর্মগুণে। গ্রামীণ দরিদ্র নারী, পিছিয়ে পড়া অনগ্রসর গোষ্ঠিকে পূঁজি সরবরাহ করে দারিদ্রতা ঘুছিয়ে স্বাবলম্বী করে তোলায় এ প্রতিষ্ঠানটি নিঃসন্দেহে জাতীয় পুরস্কারের দাবিদার।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে স্যোসাল এইডের কার্যালয়ে আয়োজিত বার্ষিক কর্মশালা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে স্যোসাল এইডের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে দুস্থ সদস্যদের মাঝে শীতবস্ত্র, মশারী ও নগদ অর্থ সহয়তা প্রদান করা হয়। তৃতীয় লিঙ্গের এক উদ্যোক্তা ক্ষুদ্র ঋণ নিয়ে সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ায় তাকে সেরা সদস্য হিসেবে সম্মানিত করে স্যোসাল এইড। এসময় সোস্যাল এইডের দুস্থ সদস্যদের সন্তানদের জন্য শিক্ষা বৃত্তি কার্যক্রম চলমান রাখা ও কিছু কর্মকর্তার পদোন্নতির ঘোষণা দেয়া হয়।

স্যোসাল এইড মাল্টি পারপাস কো অপারেটিভ সোসাইটির সভাপতি ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ আলমগীরের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সমিতি নর্থ আমেরিকার সাবেক সভাপতি ও ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী শাখাওয়াত হোসেন আজম।

এছাড়া অন্যান্যদের মাঝে গ্রামীন ব্যাংকের সাবেক জিএম আবু বক্কর চৌধুরী, জনতা ব্যাংকের এজিএম আবুল মনসুর, মুশফিক ট্রেডের পরিচালক জাহিদুল ইসলাম মামুন, সিআইডি ডিপার্টম্যান্টের এএসআই আরিফ মঈনসহ প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন