২৯ অক্টোবর ২০২৫

সৎমাকে খুন করে ২৫ বছর আত্মগোপনে, ধরলো র‌্যাব

সৎমাকে হত্যার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বেলাল হোসেন (৫১) গ্রেফতার এড়াতে দীর্ঘ ২৫ বছর আত্মগোপনে থাকলেও অবশেষে ধরা পড়লেন র‌্যাবের জালে। শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে বায়োজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব ৭।

গ্রেফতারকৃত বেলাল হোসেন ফটিকছড়ির ভূজপুর থানার বাংলাপাড়া এলাকার আমিনুর রহমানের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বেলাল হোসেন নগরের বায়োজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় অবস্থান করছিল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী সৎমাকে হত্যা করে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ ২৫ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল বরে স্বীকার করে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ