২৭ অক্টোবর ২০২৫

সড়ক অবরোধ করে ৬ মামলা খেল সলিমপুরের ‘দখলদাররা’

বাংলাধারা প্রতিবেদক

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের বাসিন্দারা পানি-বিদ্যুতের সরবরাহের দাবিতে সড়ক অবরোধ করে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর করায় ছয়টি মামলা হয়েছে। মামলায় নারী-পুরুষসহ প্রায় ২শ’ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে সীতাকুণ্ড থানায় পুলিশ বাদী হয়ে মামলাগুলো করার বিষয়টি নিশ্চিত করেছে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।

সুমন বণিক বলেন, ‘পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরসহ দুটি ঘটনায় ৪৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও অনন্ত দেড়শজনকে আসামি করা হয়েছে এসব মামলায়। সরকারি কর্তব্য কাজে বাধা, বিস্ফোরক, রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতি ও বিশেষ ক্ষমতা আইনে মামলাগুলা করা হয়েছে।’

বিক্ষোভে সরকারবিরোধীদের উসকানির অভিযোগ তুলে পরিদর্শক সুমন বলেন, ‘ঘটনাস্থলের ছবি বিশ্লেষণ করে এবং বিভিন্ন প্রকার তথ্যের ভিত্তিতে দেখা গেছে, সলিমপুর এলাকার বিএনপি-জামায়াতের লোকজনও জড়িত ছিল।’

এর আগে মঙ্গলবার প্রায় চার ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ভূমির স্থায়ী বন্দোবস্ত ও পানি-বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহের দাবি জানায় সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের বাসিন্দারা।

তাদের বিক্ষোভের কারণে মহাসড়কে আটকা পড়ে বিভিন্ন শিল্প কারখানার পণ্যবাহী হাজারো যানবহান। বাসে, ব্যক্তিগত গাড়িতে আটকে পড়া হাজার হাজার নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষ চরম ভোগান্তির শিকার হয়। শেষ পর্যন্ত তাদের সরিয়ে সড়কে যান চলাচল শুরু করতে বল প্রয়োগ করতে হয় পুলিশকে। সে সময় পুলিশের সাথে অবরোধকারীদের সংঘর্ষ বাঁধে।

জঙ্গল সলিমপুরের বাসিন্দাদের দাবি, ওই এলাকার দুই অংশ ছিন্নমূল ও আলীনগরের সব বাসিন্দাকে সরকারি খাস জমি স্থায়ী বন্দোবস্ত দিয়ে সেখানে সরকারি প্রকল্প বাস্তবায়ন করতে হবে। তবে প্রশাসন বলছে, প্রকৃত ভূমিহীনদেরই শুধু পুনর্বাসন করা হবে।

উল্লেখ্য, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগরে কারাগার স্থানান্তরসহ সরকারি মহাপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে সরকারি পাহাড় দখল করে গড়ে তোলা অবৈধ বসতি ও স্থাপনা উচ্ছেদ শুরু করে জেলা প্রশাসন। কয়েকদফা চালানো অভিযানে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বিচ্ছিন্ন করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। তবে প্রথমদিনেই উচ্ছেদ অভিযানে গিয়ে বাধার মুখে পড়েন জেলা প্রশাসনের কর্মকর্তারা। তারা উচ্ছেদে বাধা দেয়ার পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করে।

বাংলাধারা/আরএইচ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ