২৪ অক্টোবর ২০২৫

সড়ক দখল করে দেয়াল নির্মাণ, প্রতিবাদ করায় উল্টো মামলা এলাকাবাসীর বিরুদ্ধে

আনোয়ারা প্রতিনিধি »

আনোয়ারা উপেজলার জুঁইদন্ডী ইউনিয়নে খুরুস্কুল গ্রামের আখতারুজ্জামান চৌধুরী সড়কের সংযোগ সড়ক (বদুর বাপের বাড়ী সড়ক) দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করেছেন স্থানীয় প্রবাসী আলমগীরের স্ত্রী তাসলিমা আকতার। এতে খুরুস্কুল ৭ নং ওয়ার্ডের প্রায় সহস্রাধিক মানুষের প্রতিদিনের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। ফলে জোরপূর্বক সড়ক দখলের প্রতিবাদ করায় এলাকার লোজনকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে তসলিমা আকতার এবং তার আত্মীয় স্বজনের বিরুদ্ধে।

সড়ক দখলের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষে মো. মাহফুজ ও ফারুক সালাম তালুকদার বাদী হয়ে আনোয়ারা থানা ও আদালতে পৃথক অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিন্তু সড়ক দখলকারীদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

অভিযোগ সূত্রে জানা যায়, আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের খরুস্কুল গ্রামের পাশ দিয়ে চলে গেলে আখতারুজ্জামান সড়ক। আখতারুজ্জামান সড়কের সংযোগ সড়ক এই বদুর বাপের বাড়ী সড়ক। ৭ নং ওয়ার্ডের হাজারেরও বেশি মানুষের চলাচলের একমাত্র সড়ক এটি। এছাড়া খুরুস্কুল এবং রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের লোকজনও এই সড়ক দিয়ে চলাচল করে। সম্প্রতি সড়কটি মাটি ভরাটের জন্য ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্দ দেয়া হয়। কিন্তু সড়কের সামনের অংশ দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করায় সড়কে উন্নয়নের কাজ করা সম্ভব হচ্ছে না। ফলে বরাদ্দটি বাতিল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

তাছাড়া এই প্রবাসীর স্ত্রী থানা পুলিশ, স্থানীয় চেয়ারম্যান, এলাকান মান্যগণ্য ব্যক্তি কারো কথায় কর্ণপাত করছে না বলে অভিযোগ উঠেছে। ইতোমধ্যে থানায় এবং আদালতে এলাকাবাসীর বিরুদ্ধে তিনটি মিথ্যা মামলা হয়েছে। তিন মামলায় প্রায় ২৫ জন এলাকাবাসীকে আসামি করা হয়েছে।

স্থানীয় মো. নিজাম উদ্দিন বলেন, সড়কটি পুরো এলাকাবাসীর। এলাকার সকল লোকজন সড়কটি ব্যবহার করে। ৬ ফুট সড়কের প্রায় ৩ ফুট জায়গা দখল করে জোরপূর্বক বহিরাগত লোকজন এনে রাতারাতি সীমানা প্রাচীর নির্মাণ করে প্রবাসী আলমগীরের স্ত্রী তসলিমা আকতার। আমরা বাঁধা দিতে গেলে আমাদের বিরুদ্ধে মিথ্যা নারী নির্যাতন মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

সড়কে চলাচলকারী পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা মো. হাচান শরীফ জানান, আমরা ছোটকাল থেকেই এই সড়ক দিয়ে চলাচল করে আসছি। হঠাৎ কয়েক মাস আগে দেখি সড়কের শেষ মাথায় (আখতারুজ্জামান সড়কে উঠার আগে) এক প্রবাসীর স্ত্রী জোরপূর্বক দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করে ফেলে। ফলে সড়কটি এখন সরু গলির মত হয়ে গেছে। আমরা প্রশাসনের নিকট বিষয়টির স্থায়ী একটি সমাধান চাই। যাতে, এলাকার লোকজন সড়কটি ব্যবহার করে স্বচ্ছন্দ্যে চলাচল করতে পারে।

এ ঘটনায় অভিযুক্ত তাসলিমা আকতার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার জায়গা আমি দখল করেছি। আমাকে এলাকার লোকজন মারধর করেছে। এজন্য আমি থানায় মামলা দায়ের করেছি।’

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মো. হাছান বলেন, ‘আমি কিছুদিন আগেই থানায় যোগ দিয়েছি। ঘটনাটি মনে হয় আমি আসার আগের। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

আরও পড়ুন