২৯ অক্টোবর ২০২৫

সড়ক দুর্ঘটনায় আহত ‘নেটওয়ার্কের বাইরে’র অভিনয়শিল্পীরা

বাংলাধারা প্রতিবেদন»

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন তিন অভিনেতা-অভিনেত্রীসহ ৫ জন।  তারা হলেন লাক্স তারকা নাজিফা তুষি, অভিনেতা শরিফুল ইসলাম রাজ, খায়রুল বাসারসহ মোট পাঁচজন। তাদের মধ্যে গুরুতর আহত দুইজন আইসিইউতে রয়েছেন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর গুলশান অ্যাভিনিউতে প্রাইভেটকার দুর্ঘটনাটির শিকার হন এই তারকারা।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে অভিনেতা খায়রুল বাসার বলেন, ‘ঘটনার পর সঙ্গে সঙ্গে আমাদের উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। ভাগ্যক্রমে আমরা বেঁচে গেছি। আমি এখনো ট্রমার মধ্যে আছি। ’

তিনি জানান, তাদের প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং তারা আহত হন। 

ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ সাংবাদিকদের বলেন, ‘বৃহস্পতিবার আনুমানিক দিনগত রাত ৩টার দিকে আহত পাঁচ জনকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন। প্রফেসর রেজাউল করিমের তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে। ‘

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান গণমাধ্যমকে বলেন, ‘রাতে গুলশান ১ নম্বরে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে মোট ৫ জন আহত হন। তাদের মধ্যে দুই জন আইসিইউতে রয়েছেন। বাকিরা সাধারন বেডে চিকিৎসা নিচ্ছেন।

জানা যায়, আইসিইউতে থাকা দু’জন হচ্ছেন অভিনেতা জুনায়েদ বোকদাদি ও নাফিস মো. ইসমাইল নামের এক ব্যক্তি। কেবিনে রয়েছেন বাসার, রাজ ও তুষি।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন