বাংলাধারা প্রতিবেদন »
পাটিয়ার শান্তির হাট এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে বাংলাধারা ডটকম’র পটিয়া প্রতিনিধি কাউছার আলম।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত কাউছার আলম জানান, আমি বাইক চালিয়ে পটিয়া হতে শান্তির হাট যাচ্ছি। প্রতিমধ্যে পটিয়া হতে ছেড়ে আসা যাত্রীবাহী মিনি বাস চলন্ত অবস্থায় আমার বাইকের পেছনে জোরে ধাক্কা দিলেই মোটরসাইকেলসহ আমি রাস্তার পাশে ছিটকে পড়ে যাই।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













