বাংলাধারা ডেস্ক »
নগরীর আক্তারুজ্জামান ফ্লাইওভারের প্রবেশপথে মোটরসাইকেল আরোহী দম্পতি নিহতের ঘটনায় সিমেন্ট মিক্সার মেশিনবাহী গাড়িচালক মো. আলী হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১০ এপ্রিল) রাতে রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
গাড়িচালক আলী হোসেন সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নির্মাণকাজে যুক্ত প্রতিষ্ঠান ম্যাক্স করপোরেশনের গাড়ি চালান বলে জানা গেছে।
এর আগে, ৬ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর লালখান বাজার ইস্পাহানি মোড়ে আক্তারুজ্জামান ফ্লাইওভারের প্রবেশপথে সিমেন্ট মিক্সার মেশিনবাহী গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত হয়।
নিহতরা হলেন— মোহাম্মদ ইকবাল উদ্দিন চৌধুরী (৪২) ও তার স্ত্রী সখিনা ফাতেমা (৩৫)। ইকবাল জ্যাক মেশিনারি কোম্পানি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সার্ভিস ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন। সখিনা ফাতেমা নগরীর মোস্তফা হাকিম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। দুর্ঘটনার পর চালক মিক্সার মেশিনের গাড়িটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে গিয়েছিল।













