২৫ অক্টোবর ২০২৫

সড়ক দুর্ঘটনায় নৌবাহিনীর সিভিল স্টাফ নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি »

সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় লেদু মিয়া (৫০) নামে এক নৌবাহিনীর সিভিল স্টাফ নিহত হয়েছেন। তিনি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ফলসিয়া গ্রামের গণি মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার মাদাম বিবিরহাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

বার আউলিয়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, সীতাকুণ্ডের মাদাম বিবিরহাট বানৌজাতে কর্মরত সিভিল স্টাফ মো. লেদু মিয়া সকাল আনুমানিক ৬টার দিকে বাই সাইকেল যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী সড়কে যাচ্ছিলেন। এসময় রং সাইড থেকে এসে সিমেন্ট বোঝাই ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ বিষয়ে জানতে চাইলে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, সিমেন্ট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্টো ড-১১-০১০১) রং সাইড থেকে এসে নৌবাহিনীর সিভিল স্টাফ লেদু মিয়াকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন