বাংলাধারা প্রতিবেদন»
হালিশহর থানার পোর্ট কানেকটিং রোডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. মসিউদৌল্ল্যাহ (৫০) নামে এক পথচারী নিহত হয়েছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে তাসপিয়া কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত মো. মসিউদৌল্ল্যাহ ফটিকছড়ি উপজেলার জাহানপুর এলাকার আমির আলী সওদাগর বাড়ির মৃত মো. মফজ্জল মিয়ার ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ পরিদর্শক নুরুল আলম আশিক বাংলানিউজকে বলেন, মো. মসিউদৌল্ল্যাহ ছেলের বাসা থেকে ব্যক্তিগত কাজে বের হলে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। তাসপিয়া কমিউনিটি সেন্টারের সামনে থেকে উদ্ধার করে পৌনে ১২ টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা- নীরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
বাংলাধারা/এফএস/এফএস













