বাংলাধারা ডেস্ক »
অযথা কোন বারাবারি না করে সড়ক পরিবহন আইন প্রথমে সহনীয় পর্যায়ে কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের আরো বলেন, নতুন এ আইনে জরিমানা আদায় করা মুখ্য উদ্দেশ্য নয়। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই এ আইনের প্রধান উদ্দেশ্য। যত চাপ থাকুক সড়ক পরিবহন আইন বাস্তবায়ন হবে। আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা শুরু হয়েছে। সময় পরিবহন মালিক-শ্রমিকদের নতুন আইন মেনে চলার অনুরোধ জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একইসঙ্গে যেকোনো প্রকার ধর্মঘট থেকে বিরত থাকার জন্যও অনুরোধ জানান তিনি।
বাংলাধারা/এফএস/টিএম












