বাংলাধারা ডেস্ক »
হংকংয়ের স্থানীয় নির্বাচনে নজিরবিহীন সফলতা পেয়েছে সেখানকার চীন বিরোধী গণতান্ত্রপন্থি আন্দোলনকারীরা। নির্বাচনের এই ফলাফলকে চলমান বিক্ষোভের প্রতি স্থানীয় জনগণের সমর্থন হিসাবেই দেখা হচ্ছে।
প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, নগরীর ৪৫২টি স্থানীয় পরিষদ আসনের মধ্যে এ পর্যন্ত ৩৮৫টিতে জয় পেয়েছেন গণতন্ত্রপন্থি প্রার্থীরা। অন্যদিকে মাত্র ৫৮টিতে জয় পেয়েছে বেইজিংপন্থি প্রার্থীরা।
গত ৪ বছর আগে অনুষ্ঠিত নির্বাচনে গণতন্ত্রপন্থিরা মাত্র ১শ আসন পেয়েছিলেন।
গত ছয় মাস ধরে চলা বিক্ষোভের কারণে ভোট গ্রহণে বিশৃঙ্খলা তৈরি হওয়ার অথবা ভোট বাতিল হওয়ার আশঙ্কা থাকলেও রোববারের নির্বাচন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। এতে বিপুল সংখ্যক ভোটার স্বতস্ফূর্তভাবে ভোট দেন।
প্রায় ৭৪ লাখ জনসংখ্যার অর্ধেকেরও বেশি অর্থাৎ ৪১ লাখ লোক ভোটার হিসেবে নিজদের নাম তালিকাভুক্ত করেন। এর মধ্যে ২৯ লাখেরও বেশি লোক ভোট দেয়। ফলে এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক (৭১ শতাংশ) ভোট পড়ে। ২০১৫ সালের নির্বাচনে ভোট প্রদানের হার ছিল ৪৭ শতাংশ থেকে অল্প বেশি।
রোববার স্থানীয় সময় রাত ১২টার পর থেকে ফলাফল প্রকাশ হতে শুরু করলে দেখা যায়, নির্বাচনে নজিরবিহীন সফলা পেয়েছে হংকংয়ের গণতন্ত্রপন্থিরা। যদিও নির্বাচনের আগে ভোটে বিরাট জয়লাভের আশা করেছিলেন হংকংয়ের চীনাপন্থি সরকার। তাদের ধারণা ছিল, এবারের নির্বাচনে ভোটাররা ‘নীরব বিপ্লব’ঘটাবেন। কিন্তু তাদের সে আশা ধূলিস্মাৎ হয়ে গেছে।
এদিকে হংকংয়ের চীনপন্থি প্রধান নির্বাহী ক্যারি লাম এক বিবৃতিতে বলেছেন, তার সরকার জনতার এই রায়কে সম্মান করে। একই সঙ্গে তিনি বিক্ষোভকারীদের প্রতি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখারও আহ্বান জানিয়েছেন। সূত্র: আল জাজিরা
বাংলাধারা/এফএস/টিএম/এএ













