১২ নভেম্বর ২০২৫

হতাহতের ওষুধ, স্বেচ্ছাসেবীদের খাবার দিচ্ছেন আবদুস সবুর লিটন

বাংলাধারা প্রতিবেদক »

সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় হতাহতের ওষুধ এবং তাদের সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবীদের জন্য খাবার সরবরাহের ব্যবস্থা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২৫ নং রামপুর ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সবুর লিটন।

শনিবার (৪ জুন) রাতে ওষুধ সরবরাহ ছাড়াও রোববার (৫ জুন) সকাল থেকে তিনি বিভিন্নভাবে স্বেচ্ছাসেবীদের খাবার পৌঁছে দিচ্ছেন তিনি।

আবদুস সবুর লিটন বলেন, খেয়ে না খেয়ে সীতাকুণ্ডে দুর্ঘটনায় হতাহতের সেবায় কাজ করছেন বহু স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। আমি ব্যক্তিগতভাবে সকল স্বেচ্ছাসেবীদের খাবারের ব্যবস্থা করেছি। হতাহতদের জন্যও প্রচুর ওষুধ প্রয়োজন হচ্ছে। গতকাল রাত থেকে দফায় দফায় ওষুধ পাঠিয়েছি।

এ সময় তিনি হাসপাতালে অতিরিক্ত জনসমাগম না করার জন্যও সকলের প্রতি অনুরোধ জানান।

বাংলাধারা/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ