বাংলাধারা ডেস্ক »
গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাত আসামির মৃত্যুদণ্ডাদেশের রায়ের কপি উচ্চ আদালতে পৌঁছানো হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মামলার রায়ের কপি পৌঁছে দেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের পেশকার রুহুল আমীন।
পরে গণমাধ্যমকে তিনি বলেন, মামলার নথিকে দুই ভাগে ভাগ করেছেন তারা। ‘এ’ ভাগে ১৫৯৮ পৃষ্ঠা আর ‘বি’ ভাগে ৭০৭ পৃষ্ঠা। মোট ২৩০৫ পৃষ্ঠার রায়ের কপি সরাসরি উচ্চ আদালতের সংশ্লিষ্ট শাখায় দাখিল করা হয়েছে।
গত ২৭ নভেম্বর হলি আটির্জান মামলার রায় ঘোষণা করেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান। রায়ে সাত জঙ্গিকে মৃত্যুদণ্ডাদেশ ও একজনকে খালাস দেন বিচারক।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন- রাকিবুল হাসান রিগ্যান, জাহাঙ্গীর হোসেন, আসলাম হোসেন, মো. হাদিসুর রহমান, শরিফুল ইসলাম খালেক, মো. আব্দুল সবুর খান ও মামুনুর রশীদ রিপন। খালাসপ্রাপ্ত ব্যক্তি হলেন, মিজানুর রহমান ওরফে বড় মিজান।
বাংলাধারা/এফএস/টিএম













