বিনোদন ডেস্ক »
শীতে জুবুথুবু কলকাতা। উত্তরের কনকনে বাতাসে রাত বাড়লেই উষ্ণতার খোঁজে মানুষ আশ্রয় নিচ্ছে লেপ-কম্বলের নিচে। কিন্তু আরাম নেই স্বস্তিকা মুখোপাধ্যায়ের। এই হাঁড় কাঁপানো শীতেও টানা ৬ দিন ভেজা শাড়ি পরে রয়েছেন। কিন্তু কেন?
বিষয়টি নিয়ে স্বস্তিকা টুইটে জানান, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘মোহমায়া’ সিরিজে অভিনয় করতে গিয়ে আয়েশ করে লেপের তলায় গুটিসুটি মেরে ঘুমের মোহ এবং মায়া, দুইই ত্যাগ করেছেন। চিত্রনাট্যের খাতিরে আপাতত তিনি ভেজা শাড়িতেই উৎসব উদযাপন করছেন।
দেবালয় ভট্টাচার্যের ওয়েব সিরিজ ‘চরিত্রহীন ৩’-এর কাজ শেষে হতেই স্বস্তিকা ব্যস্ত ‘হইচই’প্ল্যাটফর্মের আগামী সিরিজে। তারই ফাঁকে নিজের অবস্থা জানিয়ে রসিকতাও করেছেন, ‘এটাই অভিনেতার জীবন।’
নতুন সিরিজ আবারও নারীকাহিনি। যার অন্যতম চরিত্রে তিনি। তার লুকের ছবিও শেয়ার করেছেন স্বস্তিকা। চরিত্রের দাবিতে অভিনেত্রীর পরনে খড়কে ডুরে তাঁতের শাড়ি। হাতে মোটা শাঁখা, পলা। পায়ে চওড়া করে আলতা। আঙুলে মোটা আঙট। ঘাড়ের কাছে হাতখোঁপা। কপালে সিকি সাইজের সিঁদুর টিপ। সব মিলিয়ে আরও একবার স্বস্তিকা ঘরোয়া বাঙালি রমণীরূপে ধরা দিলেন ক্যামেরায়।

এর আগের এক টুইটে স্বস্তিকা আরও জানিয়েছেন, ‘মোহমায়া’তার আরও একটি স্বপ্ন পূরণ করেছে। দীর্ঘদিন ধরে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের সঙ্গে কাজের জন্য মুখিয়ে ছিলেন তিনি। অবশেষে সফল তিনি। সূত্র: আনন্দবাজার।
বাংলাধারা/এফএস/এআর













