বাংলাধারা স্পোর্টস
ইউরোর শেষ ষোলোতে দিনের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের প্রতিদ্বন্দ্বী চেক প্রজাতন্ত্র। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০ টায়। গ্রুপ পর্বের সব ম্যাচ জিতেছে ডাচরা। তবে ইতিহাস বলছে, স্বাধীনতার পর চেক প্রজাতন্ত্র কখনো বাদ পড়েনি শেষ ১৬ থেকে। বুদাপেস্টে দুই দলের লড়াইটা উত্তেজনা ছড়াবে তাই।
২০১৫ সালের পর আবার মুখোমুখি হবে দুই দল। আর ইউরোতে সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০০৪ সালে। উত্তেজনায় ঠাসা সেই ম্যাচে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ গোলে জিতেছিল চেকরা ।
অন্যদিকে দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল আর ফিফা র্যাংকিং এর শীর্ষ দল বেলজিয়াম। খেলা শুরু হবে দিবাগত সময় রাত ১টায়।
ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল আর সোনালী প্রজন্মের বেলজিয়ামের লড়াইটা যে জমজমাট হবে তা চোখ বন্ধ করে বলা যায়। গ্রুপ পর্বে বেলজিয়াম দাপটের সাথে সব ম্যাচ জিতলেও পর্তুগাল হোঁচট খেয়েছিল। ৪-২ গোলে জার্মানির কাছে বিধ্বস্ত হয়ে চলে গিয়েছিল বাদ পড়ার কিনারায়। বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে রুখে দিয়ে নক আউট নিশ্চিত করে তারা।
ইতিহাস গড়ার জন্য রোনালদোর প্রয়োজন আর মাত্র ১টি গোল । তাহলেই সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোল করার রেকর্ড করবেন। এর আগের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করে ইরানের আলি দাই এর ১০৯ গোলের রেকর্ড স্পর্শ করেন। এছাড়া টুর্নামেন্টে ৫টি গোল করে গোল্ডেন বুট জেতার লড়াইয়ে বেশ এগিয়ে রোনালদো।
বাংলাধারা/এফএস/এসজে













