২৬ অক্টোবর ২০২৫

হাওড় অঞ্চলে ধান কাটতে ১৫০০ শ্রমিক পাঠাচ্ছে সিএমপি

বাংলাধারা প্রতিবেদন »  

দেশে চলছে ধান কাটার মৌসুম। এ সময় ধান কাটতে না পারলে দেশে খাদ্য সংকট দেখা দিতে পারে- এমন আশংকা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। প্রতি বছর দেশের বিভিন্ন জেলা থেকে শ্রমিকেরা হাওর অঞ্চলে ধান কাটতে যান। যেহেতু এখন করোনার কারণে গণপরিবহন বন্ধ রয়েছে তাই চট্টগ্রাম থেকে চাইলেও শ্রমিকেরা যেতে পারছেন না। বাকলিয়া এলাকায় বসবাস করা ধান কাটার শ্রমিকেরা যোগাযোগ করলে তাদের তালিকা করে হাওর অঞ্চলে যাওয়ার ব্যবস্থা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

রোববার (১৯ এপ্রিল) সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মুহাম্মদ আবদুর রউফ এ তথ্য নিশ্চিত করেন।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, আজ পাঁচটি বাসে করে ১০০ শ্রমিক কিশোরগঞ্জের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে গেছেন। পর্যায়ক্রমে মোট ১ হাজার ৫০০ শ্রমিক চট্টগ্রাম থেকে হাওর অঞ্চলের উদ্দেশ্যে যাত্রা করবেন। ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকার হাওরে ধান কাটার শ্রমিক হিসেবে কাজ করবেন চট্টগ্রাম থেকে পাঠানো শ্রমিকেরা।

সিএমপি কমিশনার বলেন, এসব শ্রমিকদের যাতে ওই সব অঞ্চলে থাকা খাওয়ার সমস্যা না হয় সেজন্য জেলার এসপি ও থানার ওসিদের বলা হয়েছে। তারা শ্রমিকদের সর্বাত্মক সহযোগিতা করবেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দীন বলেন, বাকলিয়া এলাকায় অনেক শ্রমিক বসবাস করেন। সিএমপি কমিশনার স্যারের নির্দেশে ধান কাটতে যেতে আগ্রহীদের তালিকা করেছি। প্রথমদিন পাঁচটি বাসে ১০০ জন শ্রমিককে কিশোরগঞ্জের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন