৯ নভেম্বর ২০২৫

‘হাওয়া’ নিষিদ্ধ করতে চাওয়া অহেতুক— বললেন জয়া

বিনোদন ডেস্ক »

মহামারির পর একটু একটু করে মাথা উঁচু করে উঠছিল বাংলা সিনেমা। আর তখনই নানা সমালোচনায় আবারও হুমকির মুখে ঢালিউড। প্রসঙ্গ হিসেবে ধরা যেতে পারে মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ কিংবা মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’কে।

২০১৬ সালে ঢাকার গুলশানের হোলি আর্টিজানে সন্ত্রাসী হামলা অবলম্বনে নির্মিত হয় সিনেমা ‘শনিবার বিকেল’ বা ‘স্যাটার ডে আফটারনুন’। যদিও নির্মাতা ফারুকী জানান, সিনেমাটি কোনো বাস্তব ঘটনা কেন্দ্র করে নয়; বরং ঘটনা থেকে উৎসাহিত হয়ে নির্মাণ করা হয়েছে। তবুও তিন বছর ধরে সেন্সর বোর্ডে ঝুলে আছে ‘শনিবার বিকেল’।

এদিকে, প্রেক্ষাগৃহ থেকে শুরু করে সামাজিক মাধ্যম মাতানো ‘হাওয়া’ সিনেমাটিও সম্প্রতি নিষিদ্ধের আবেদন করা হয়েছে। বন্যপ্রাণী আইন লঙ্ঘনের অভিযোগে ‘হাওয়া’ সিনেমার প্রদর্শনী বন্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (২২ আগস্ট) সেন্সর বোর্ডকে এ লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে অভিনেত্রী জয়া আহসান বলেন, ‘সংস্কৃতিকর্মী প্রত্যেকের চাওয়া থাকে যে একটি গল্প পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করতে। একজন শিল্পীও কিন্তু স্বাধীনতা নিয়ে কাজ করে। যদি পূর্ণ স্বাধীনতা না থাকে, তাহলে গল্প আর গল্প থাকে না।’

দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী আরও বলেন, ‘আজ সেন্সরে শনিবার বিকেল আটকে আছে, হাওয়া সিনেমাটি আটকে দেয়ার জন্য একটা অহেতুক কারণ খুঁজে একজন পরিচালকের গল্প বলাটাকে গলা টিপে মেরে ফেলা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা করা হচ্ছে। আবার সিনেমা বন্ধে লিগ্যাল নোটিশ দেয়া হচ্ছে। এর মানে আমাদের আটকে দেয়ার জন্যই নানা ধরনের এত আয়োজন। তাই আমরা চাই অনতিবিলম্বে এই সমস্যার সমাধান করে সবার মাঝে গল্প বলার উৎসাহ দেয়া হোক। পাশাপাশি হাওয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে নেয়া ও শনিবার বিকেল সেন্সর দেয়া হোক।’

আরও পড়ুন