৭ নভেম্বর ২০২৫

হাজারীরচর জ্ঞানাঙ্কুর বিহারের নতুন অধ্যক্ষ শরণশ্রী ভিক্ষু

বোয়ালখালী প্রতিনিধি »

বোয়ালখালী পৌরসভার ঐতিহ্যবাহী হাজারীরচর জ্ঞানাঙ্কুর বৌদ্ধ বিহারের নতুন বিহারাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রীমৎ শরণশ্রী ভিক্ষু।

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অনুমোদনক্রমে শুক্রবার (১ জুলাই) দুপুরে নগরীর চান্দগাঁও আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্র হতে হাজারীরচর জ্ঞানাঙ্কুর বৌদ্ধ বিহারে পদার্পণ করেন তিনি।

এদিন বিকেলে হাজারীরচর জ্ঞানাঙ্কুর বৌদ্ধ বিহারে উৎসবমূখর পরিবেশে নবাগত বিহারাধ্যক্ষ শরণশ্রী ভিক্ষুকে বরণ করেন গ্রামবাসী ও দায়ক দায়িকাবৃন্দ।

এ উপলক্ষে বিহার পরিচালনা কমিটির উদ্যেগে এক আলোচনা সভা কমিটির সভাপতি আশীষ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চান্দগাঁও আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্টাতা পরিচালক বিদর্শনাশ্চার্য শ্রীমৎ আর্যশ্রী থের।

এসময় তিনি বলেন, স্বধর্ম রক্ষায় ভিক্ষু সংঘের ভুমিকা যেমন গুরুত্বপুর্ণ, তেমনি দায়ক সমাজের ভুমিকাও অপরিহার্য। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগীতায় একটি সুন্দর সমাজ বিনির্মাণ করা সম্ভব। মানুষের জীবনে যেমন ঘাত-প্রতিঘাত আসে, ঠিক সমাজেও চড়াই-উৎড়াই আসে। মৈত্রী ও ত্যাগের মধ্য দিয়ে এগুলোকে প্রতিহত করতে হবে। তাহলে মেঘের আড়াল থেকে সূর্য একদিন বেড়িয়ে এসে আলো ছড়াবে। সে আলোয় আলোকিত হবে সমাজ।

সহ-সভাপতি অরুপ বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীমৎ বোধিশ্রী ভিক্ষু, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আশুতোষ বড়ুয়া, পীযুষ কান্তি বড়ুয়া, অমরেন্দ্র বড়ুয়া সাবেক সভাপতি পল্টু কান্তি বড়ুয়া, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু ও শিক্ষক দেবু প্রসাদ বড়ুয়া।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ