২৪ অক্টোবর ২০২৫

হাজার লিটার জ্বালানি তেলসহ অবৈধ কারবারি ধরা বায়েজিদে

বাংলাধারা প্রতিবেদক»

নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে এক টন চোরাই জ্বালানি তেলসহ মো. নুর আলম (৩৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় এসব জ্বালানি পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

রবিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে  শেরশাহ এলাকার একটি দোকান থেকে এসব জ্বালানি জব্দ করা হয়।

গ্রেফতার নুর আলম পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন ছোটসিফা গ্রামের সেকান্দর হাওলাদারের ছেলে।

র‍্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, রোববার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শেরশাহ এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৫০ কেজি চোরাই জ্বালানিসহ একজনকে গ্রেফতার করা হয়। এসময় এসব জ্বালানি পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।

তিনি বলেন, পিকআপে রক্ষিত ৩৫টি প্লাস্টিক জারে ভর্তি এসব চোরাই জ্বালানিসহ আরও কিছু জাহাজের সরঞ্জাম জব্দ করা হয়। গ্রেফতার ওই ব্যক্তি দীর্ঘদিন থেকে চোরাই জ্বালানি তেল অবৈধভাবে সংগ্রহ করে কম মূল্যে বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে বায়েজিদ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা।

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন