বাংলাধারা ডেস্ক »
নগরীর চান্দগাঁও আবাসিক বি-ব্লক ৭নং রোড সংলগ্ন শমসের পাড়াস্থ চাঁন্দমিয়া সওদাগর ওয়াকফ এস্টেটের (ই.সি নং-২৬৯২) নিজস্ব ভূমিতে উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
গত ১৩ আগস্ট এই উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
চান্দগাঁও তথা চট্টগ্রামের সনামধন্য সেবামূলক প্রতিষ্ঠান ১৯২৪ সালে প্রতিষ্ঠিত চাঁন্দমিয়া সওদাগর ওয়াকফ এস্টেট মানব কল্যাণে বহু মসজিদ, মাদ্রাসা, ফোরকানিয়া, স্কুল, সড়ক, মক্কা-মদিনায় মুসাফির খানা স্থাপনসহ তথা মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে অবদান রাখছে। হজ্ব ওমরা পালনে সাধারণের স্বপ্নপূরণ বিশেষভাবে উল্লেখযোগ্য।
প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস্টেটের মোতায়াল্লি মো. ইসহাক মিঞা। এসময় তিনি এস্টেটের সেবামূলক কার্যক্রম সুঠিকভাবে পরিচালনায় সকল ওয়ারিশদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এতে ওয়ারিশদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, আশরাফ আলী, মো. আসলাম, আবদুর রহমান, মো. কাদের, শওকত আলী, মো. আনিস, জিয়াউর রহমান, মো. আজাদ, মোহাম্মদ সাজ্জাদ আলী, তানভীর আলম, মানিক, শাহাদাত বিন আশরাফ, মো. মামুন, আলিফ প্রমুখ।












