২৮ অক্টোবর ২০২৫

হাটহাজরীতে আ.লীগ নেতা রাসেলের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ

বাংলাধারা প্রতিবেদন »

হাটহাজারী উপজেলার ১৪টি ইউনিয়ন, ১টি পৌরসভা ও চট্টগ্রাম মহানগরের ২টি ওয়ার্ডে হ্যান্ড সেনিটাইজার, সাবান, ফেস মাস্ক, হ্যান্ড গ্লাভস বিতরণ করছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল।

গত দুই সপ্তাহ ধরে উপজেলার এসব এলাকায় সাধারণ জনগণ ও হতদরিদ্রদের মাঝে এসব পণ্যসামগ্রী বিতরণ করেন তিনি।

এদিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারের নির্দেশক্রমে ঘরে অবস্থান করছেন সর্বস্তরের জনগণ। যার কারণে অনেক পরিবার বিশেষ করে কর্মহীন, হতদরিদ্র পরিবারগুলো খুব কষ্টে দিনযাপন করছে। তাদের জন্য গত তিন-চার দিন যাবত ব্যক্তিগত উদ্যোগে মোট ১৫০০-১৬০০ পরিবারকে এই সহায়তা নিত্যপ্রয়োজনীয় পণ্যাদি বিতরণ করেন রাসেল।

তিনি বিভিন্ন ইউপি চেয়ারম্যান, স্থানীয় আওয়ামী লীগ নেতা, সামাজিক সংগঠন ‘ইয়ুথ ফর বিল্ডিং বেটার বাংলাদেশ’র ভলান্টিয়ারদের মাধ্যমে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়াও অনেক প্রবাসীও তার এলাকার হতদরিদ্রের তালিকা দেন রাসেলকে। তাদেরও তিনি ত্রাণ সরবরাহ করেন যা স্থানীয়দের মাঝে অনেক স্বস্তির সঞ্চার করে।

তরুণ এ আওয়ামী লীগ নেতা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন দলীয় নেতা-কর্মীদের ভুক্তভোগীদের পাশে থাকার জন্য। তাই আমার ভলান্টিয়ারদের দিয়ে দৈনিক ১০-১২ ঘন্টা করে কাজ করাচ্ছি, তারাও স্বছন্দে মেনে নিয়ে কাজ করছে। সকলকে যার যার জায়গা থেকে মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে সকলকে গৃহে অবস্থান করতে হচ্ছে তাই আমরা চেষ্টা করি সবার ঘরে ঘরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দিতে। তবে অনেকে এসেও নিয়ে যাচ্ছে, যাতে জন সমাগম বেশি না হয়। মূলত সেজন্যই ঘরে ঘরে ভলান্টিয়ারদের দিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছি।

তিনি আরো বলেন, হাটহাজারী উপজেলার সকল ইউনিয়ন ওয়ার্ডে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছানোর চেষ্টা করছি, সকল ইউনিয়ন, ওয়ার্ড হতে বিভিন্ন জন থেকে তালিকা সংগ্রহ করেছি, তালিকা অনুযায়ী আবার তালিকার বাইরেও অনেক জনকে ত্রাণ পাঠিয়য়েছি। এছাড়া অনেক সামাজিক সংগঠনকেও এসব পণ্যসামগ্রী প্রদান করেছি যাতে তারা নির্দিষ্ট এলাকায় প্রকৃত ভুক্তভোগীদের নিকট তা পৌঁছে দিতে পারেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন