সুমন পল্লব, হাটহাজারী প্রতিনিধি »
হাটহাজারী ফতেপুর ইউনিয়ন অগ্নিকাণ্ডে ঘটনায় ২টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেন উপজেলা প্রশাসন।
মঙ্গবার (১০আগষ্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম ক্ষতিগ্রস্ত ২ পরিবারকে ২বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহ, স্থানীয় মেম্বার প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ।
উল্লেখ্য, গত রবিবার দিবাগত রাতে উপজেলা ফতেপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মনু হাজির বাড়ির দিদারুল আলম ও মোঃ এনামের বসত ভিটায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে আনুমানিক ৩ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়। উপজেলা নির্বাহী অফিসার সরোজমিনে পরিদর্শন করে উপজেলা প্রশাসন পক্ষ থেকে কিছু ত্রান প্রদান করেন এবং পাশাপাশি সার্বিক সহযোগিতা আশ্বাস প্রদান করেছিলেন।
বাংলাধারা/এফএস/এআই













