হাটহাজারী প্রতিনিধি »
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়ন এলাকা থেকে উদ্ধারকৃত ৬ ফুট লম্বা দৈর্ঘ্যে একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে ।
শুক্রবার(০৪ জুন) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন এর নির্দেশনায় স্থানীয় রেঞ্জ কর্মকর্তা ফজলে কাদের চৌধুরী নেতৃত্বে বন বিভাগে আওয়তাধীন এলাকায় সাপটি অবমুক্ত করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, শিকারপুর ইউনিয়নের লোকালয়ে অজগর সাপটি প্রবেশের খবর পেয়ে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় অজগর সাপটি আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা বন বিভাগ কর্তৃপক্ষের নিকট অজগরটি হস্তান্তর করা হয়।’
রেঞ্জ কর্মকর্তা ফজলে কাদের চৌধুরী প্রতিবেদককে জানান, ‘উপজেলার শিকারপুর ইউনিয়নে লোকালয় থেকে ৬ ফুট লম্বা দৈর্ঘ্যের, সাড়ে ৪কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করে আমাদের আওয়াতাধীন গহীন বনে অবমুক্ত করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘গহীন বনে অজগর সাপের জন্য উপযুক্ত পরিবেশ এবং এখানে তাদের খাদ্য রয়েছে। তাই এখানেই সাপটিকে অবমুক্ত করা হয়েছে।’
বাংলাধারা/এফএস/এআর













