৭ নভেম্বর ২০২৫

হাটহাজারীতে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ চুরি, ২৫ লাখ টাকার মালামাল লুট

হাটহাজারী প্রতিনিধি »

চট্টগ্রামের হাটহাজারীতে ফতেয়াবাদ সিটি করপোরেশন কলেজের অধ্যক্ষের (ভারপ্রাপ্ত) বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দিবাগত রাতে ধলই ইউনিয়নের হাধুরখীল হযরত সৈয়দ আমিনুল হক পানি শাহ (রহ.) বাড়িতে এ ঘটনা ঘটে। ভবনের কলাপসিবল গেইটের তালা ভেঙে চোর ভেতরে ঢুকে স্টিলের আলমারি ভেঙে রক্ষিত নগদ অর্থ-স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। লুণ্ঠিত মালামালের মূল্য আনুমানিক ২৫ লাখ টাকার হবে বলে ধারণা করা হচ্ছে।

চুরি হয়ে যাওয়া বাড়ির মালিকের নিকট আত্মীয় অধ্যাপক সৈয়দ শাহাজাহান জানান, ফতেয়াবাদ সিটি করপোরেশন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নইমুদ্দিন হাসান তিবরিজী পরিবার নিয়ে চট্টগ্রাম শহরে থাকনে। তার এক বোন ধলই হাধুরখীল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সৈয়দা কাউছার পারভীন কর্মতাগিতে গ্রামের বাড়িতে বসবাস করেন। তাদের আরেক ভাই বুলবুল আমেরিকা প্রবাসী। তিনি কিছুদিন আগে দেশে এসেছিলেন। শুক্রবার (১২ আগস্ট) তিনি আমেরিকায় ফিরে যাওয়ার কথা। তাই সৈয়দা কাউছার পারভীন ভাইকে বিদায় জানাতে বৃহস্পতিবার শহরে এসেছিলেন। বাড়িটি খালি থাকার সযোগে চোরচক্র লোহার কলাপসিবল গেইটের তালা ভেঙে ভেতরে ঢুকে আলমারি খুলে সেখানে রক্ষিত ২৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ লক্ষাধিক টাকা ও মূল্যবান মালামাল লুট পকে নিয়ে যায়। লুণ্ঠিত মালামালের মূল্য আনুমানিক ২৫ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। চোর ঘরের মালামাল তছনছ করে দিয়েছে।

তিনি আরও বলেন, এঘটনার পর পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চোরের রেখে যাওয়া কিছু আলামত উদ্ধার করে। ‍পুলিশ লুন্ঠিত মালামালের তালিকা তৈরি করে নিয়ে গেছে। এই চুরির ঘটনায় থানার অভিযোগ দায়ের করা হয়েছে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে।

হাটহাজারী থানার ওসি রুহুল আমীন সবুজ চুরির ঘটনা গনমাধ্যমকে নিশ্চিত করেছেন। থানা এব্যাপারে আইনী ব্যবস্থা গ্রহণ করবেন বলে উল্লেখ করে চুরির ঘটনা উদঘাটনের জন্য পুলিশ তদন্ত করছেন বলে জানান।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ