২৬ অক্টোবর ২০২৫

হাটহাজারীতে অনুমোদনহীন বেকারীতে অভিযান

হাটহাজারী প্রতিনিধি»

অনুমোদনহীন,অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারী পণ্য তৈরি করে সাধারন মানুষকে দীর্ঘদিন যাবৎ ঠকিয়ে আসছিল হাটহাজারী উপজেলায় বিভিন্ন এলাকায় অবৈধভাবেই গড়ে উঠা কিছু বেকারী।

এসব অবৈধ বেকারীগুলো অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার উপজেলার সরকারহাট,পৌরসভার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান পরিচালনা করেন উপজেলা সহঃভূমি কমিশনার আবু রায়হান।

এসময় বিএসটিআইয়ের  কর্মকর্তা মোঃমুকুল মৃদা,জেরিন তাসনিম, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭) সিপিসি-২ হাটহাজারী ইউনিট এর অধিনায়ক মেজর মেহেদি  অভিযানে সহযোগিতা করেন

অভিযান শেষ খবর পাওয়া পর্যন্ত ভোগ্যপণ্য আইনে   ডায়মন্ড ও ঘোষ সুইটসকে এক লক্ষ ৫হাজার টাকা জরিমানা করেন।চলমান রয়েছে। 

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন