৪ নভেম্বর ২০২৫

হাটহাজারীতে রাতের আঁধারে নির্মিত দোকান রাতেই গুড়িয়ে দিল প্রশাসন

বাংলাধারা প্রতিবেদন »

হাটহাজারী উপজেলায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে দখলকৃত জায়গায় নির্মিত দোকান ভেঙ্গে দিয়েছে উপজেলা প্রশাসন।  

রোববার (৮ ডিসেম্বর) রাতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

রুহুল আমিন বাংলাধারাকে জানান, ১০ ফিট চওড়া খালের ৬ ফিট দখল করে দোকান নির্মাণ করা হয়েছে। এভাবেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। হুট করে রাতের বেলা কাজ করে দখল করে স্থাপনা নির্মাণের মত মাস্তানির বিরুদ্ধে সবাইকে কাজ করতে হবে। যেহেতু দখলদাররা রাতে দখল করেন তাই রাতেই ভাঙা হচ্ছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন