হাটহাজারী প্রতিনিধি »
চট্টগ্রামে হাটহাজারীতে অবৈধভাবে পাচারের সময় ১৫০ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে স্থানীয় বন বিভাগ। শনিবার (১২জুন) ভোর ৪টায় চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কের ১১মাইল রেঞ্জ এর বিট কাম চেক পোস্ট এলাকা থেকে রেন্জ কর্মকর্তা ফজলুল কাদের এর নেতৃত্বে অভিযান চালিয়ে ট্টাক ভর্তি কাঠ জব্দ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, চট্রগ্রাম উত্তর বন বিভাগ এর বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৪টায় অবৈধভাবে পরিবহন নিষিদ্ধ সেগুন কাঠসহ ট্রাকটি (ঢাকামেট্রো-ট -২২-৫০৯২) জব্দ করা হয়। যার আনুমানিক মুল্য ৫লক্ষ টাকা।
স্টেশন কর্মকর্তা ফজলুল কাদের জানান, ট্রাকসহ চেক স্টেশন হেফাজতে নিয়ে আসা হয় এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের অভিযান অবৈধ চোরাকারবারীদের বিরুদ্ধে। বন রক্ষায় আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাধারা/এফএস/এআর













