২৪ অক্টোবর ২০২৫

হাটহাজারীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে জরিমানা

হাটহাজারী প্রতিনিধি »

চট্টগ্রামের হাটহাজারীতে মাটিসহ ৩টি ট্রাক জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পিকআপ মালিকদের ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার দিবাগত রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুরাদপুর এলাকা থেকে পিকআপগুলো জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম।

এ বিষয়ে তিনি বলেন, কৃষি জমির টপসয়েল বাণিজ্যিকভাবে ব্যবহার অপরাধে সোমবার সকালে পিকআপ মালিক শোয়েব, মুসা, ইয়াছিন নামের তিন ব্যাক্তিকে ৫০ হাজার করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয় এবং মাটিগুলো জব্দ করা হয়।

আরও পড়ুন