২৯ অক্টোবর ২০২৫

হাটহাজারীতে আগুনে পুড়লো ৫ বসতঘর

হাটহাজারী প্রতিনিধি »

চট্টগ্রামের হাটহাজারীতে রাতে আগুন লেগে ৫টি বসতঘর পুড়ে গেছে। এতে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।

বধবার রাত ৯টার দিকে উপজেলাধীন চৌধুরীহাট এলাকায় ছোনাগাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রান্নার গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে গেলে স্থানীয়রা আগুন নেভানোর চেস্টা করলেও পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে রাত সারে ১১টার দিকে আগুন নেভাতে সক্ষম হন। তবে এর আগে ৫ বসতঘরের পুড়ে যায়।

হাটহাজারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান বলেন, ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘন্টার চেস্টার পর আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। এতে প্রাথমিক ভাবে ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এবং ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।তবে লোকজন হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন