হাটহাজারী প্রতিনিধি »
চট্টগ্রামে হাটহাজারী উপজেলা ফতেপুর ইউনিয়ন জোবরা এলাকায় নূরানী মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে জোবরা ২নং চবি গেট এলাকায় তা’লীমুল কোরান নূরানী মাদ্রাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মো. ওসমান গনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে আমার মাদ্রাসা অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। কিভাবে মাদ্রাসা অগ্নিকাণ্ড ঘটেছে আমি বুঝতে পারছি না। তবে বিদ্যুৎ বা গ্যাস আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। মাদ্রাসা বোর্ডের সাথে আলাপ আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রায় ২-৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য ভুট্টো জানান, এ অগ্নিকাণ্ড কোন শর্টসার্কিট কিংবা গ্যাস থেকে হয়নি।এটা একটি ষড়যন্ত্রমূলক ঘটনা। এটা কি কারণে ঘটেছে তা খুঁজে বের করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ঘটনাস্তল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর টিম লিডার মো. সাদেক হাসান জানান, এ অগ্নিকাণ্ড কি কারণে হয়েছে তা এখনোও জানা যায়নি। কিভাবে ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দেড় থেকে ২ লাখ টাকা বলে জানান তিনি।













