হাটহাজারী প্রতিনিধি »
চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন কুয়াইশ কলেজের পশ্চিমে দক্ষিন বুড়িশ্চর এলাকায় অভিযান চালিয়ে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন কে আটক করেছে মদুনাঘাট তদন্ত কেন্দ্র।
মঙ্গলবার (২৩ মার্চ) রাতে মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব মো. সোহরাওয়ার্দী সঙ্গীয় অফিসার-ফোর্স সহ চলমান মাদক বিরোধী অভিযানে জাহেদ হোসেন(৩৮) নামে একজন আটক করেছে।
আটককৃত আসামী হল, কক্সবাজার জেলার সদর থানার রুমালিয়াছড়া এলাকার মৃত নাছির এর পুত্র।
মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব মো. সোহরাওয়ার্দী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী থানাধীন কুয়াইশ কলেজের পশ্চিমে দক্ষিন বুড়িশ্চর এলাকায় এর একটি টহল দল চলমান মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া কুয়াইশ সাকিন হইতে অভিযান চালিয়ে ২২০০পিস ইয়াবাসহ জাহেদ হোসেন নামে এক ব্যাক্তি আটক করি।তাহার বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় নিয়মিত মামলা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আরোও জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে।
বাংলাধারা/এফএস/এআর













