১৭ ডিসেম্বর ২০২৫

হাটহাজারীতে একাধিক মামলার আসামী ইয়াবাসহ আটক

হাটহাজারী প্রতিনিধি  »

চট্টগ্রামে হাটহাজারী উপজেলার দক্ষিণ বুড়িশ্চর এলাকায় অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮জুন) দিবাগত রাতে মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সোহরাওয়ার্দী নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যাক্তিরা হলেন, উপজেলা দক্ষিণ বুড়িশ্চর এলাকার শাহ আলমের পুত্র আবু তালেব(৪৫) ও একেই এলাকার আবদুস সালামের পুত্র মো. হেলাল(২৪)।

মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সোহরাওয়ার্দী জানান, চলমান মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় মঙ্গলবার রাতে ২৫৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক ও অন্যান্য মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয় এবং বুুধবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ