হাটহাজারী প্রতিনিধি »
দীর্ঘ ৩২ বছর ধরে হাটহাজারী এরিয়ায় আর্থ-সামাজিক উন্নয়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কার্যক্রম অব্যাহত রেখে শিশুদের সার্বিক কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য সচেতনতাসহ বিভিন্ন আর্থ-সামাজিক উন্নয়নমূলক কর্মসূচীর মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে বিশেষ অবদানের প্রশংসা করেন উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম।
মঙ্গলবার (৭সেপ্টেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়াম হাটহাজারী এপি’র এক সমাপ্তি, ধন্যবাদ ও কৃতজ্ঞতাজ্ঞাপন অনুষ্ঠানে এসব কথা বলেন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও এলাকাবাসীর আয়োজনে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ নাভিল ফারাবী, আরবান প্রোগ্রাম অফিস ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ স্পন্সরশীপ ডিরেক্টর বনিফাস রোজারিও, আরবান প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর মনজু মারিয়া পালমা, এপিসি ম্যানেজার স্টিফেন হালদার রুবেন, গুমার্নমর্দন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ছিপাতলী ইউপি চেয়ারম্যান নুরুল আহাসান লাভু, প্রেস ক্লাবের সাংবাদিক কেশব কুমার বড়ুয়াসহ উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ কমিউনিটি পর্যায়ে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, শিশু প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি সহ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে উন্নয়নমুলক কাজের অবদানের জন্য ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন উন্নয়নমুলক সংগঠন থেকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেষ্ট প্রদান করে।
বাংলাধারা/এআই













