২৯ অক্টোবর ২০২৫

হাটহাজারীতে করোনার প্রতিষেধক বিক্রেতা দিলেন মুচলেকা, গুনলেন জরিমানা

বাংলাধারা প্রতিবেদন »  

হাটহাজারী উপজেলার চৌধুরীহাট সদ্দার পাড়ায় ভেষজ কাশির সিরাপ কে করোনার প্রতিরোধক এবং প্রতিষেধক হিসেবে বিক্রি করায় মনসুর আলী নামক একজনকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৩০ মার্চ) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

রুহুল আমিন বাংলাধারাকে জানান, ভেষজ কাশির সিরাপ কে করোনার প্রতিরোধক এবং প্রতিষেধক হিসেবে বিক্রি করছেন মনসুর আলী। চৌধুরীহাট সদ্দার পাড়ায় থাকেন তিনি। এই ধরণের প্রতারণায় আশ্রয় নেয়ায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুচলেকা নেয়া হয়। চিকনদন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, করোনা নিয়ে হাটহাজারী উপজেলায় কোনো ধরনের গুজব কিংবা প্রতারণার সুযোগ দেয়া হবেনা।এই কাজ যিনিই করবেন তাকেই আইনের আওতায় আনা হবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন