২৯ অক্টোবর ২০২৫

হাটহাজারীতে গাঁজাসহ দুই নারী মাদক কারবারি আটক

হাটহাজারী প্রতিনিধি »

চট্টগ্রামের হাটহাজারীতে ৫শ গ্রাম গাঁজা ও ৪টি গাঁজা গাছসহ রুবি আকতার (৩৫) ও রাশেদা বেগম (৩০) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে মডেল থানা পুলিশ।

শুক্রবার রাতে ১১নং ফতেপুর ইউপির ১নং ওয়ার্ড জোবরা সিকদার পাড়া জনৈক প্রফেসর নুর উদ্দিন এর বাড়ি ও পৌরসদরস্ত মাটিয়া মসজিদ চন্দ্রপুরস্থ জমির কলোনীস্থ এলাকা থেকে আটক করা হয়।

আটকরা হলো— ফতেপর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সৈয়দ হোসেন ড্রাইভারের বাড়ির মৃত আবুল বশরের কন্যা এবং অপরজন পৌর সদরস্থ ৮নং ওয়ার্ডের মাটিয়া মসজিদ এলাকার দুলা মিয়ার বাড়ির মৃত নজরুল আবছারের স্ত্রী।

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুহুল আমিন সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন