২৫ অক্টোবর ২০২৫

হাটহাজারীতে গাড়ির ধাক্কায় নিহত এক

হাটহাজারী প্রতিনিধি»

চট্টগ্রামের হাটহাজারীতে হাইস গাড়ীর ধাক্কায় মোঃ সোলাইমান গাজী (৪০) নামে এক ঔষধ কোম্পানির প্রতিনিধির মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে হাটহাজারী -নাজিরহাট মহাসড়কের বুড়িপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মুকবুল আহম্মেদের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭ টার দিকে একটি হাইস গাড়ী হাটহাজারী দিকে যাচ্ছিল। পথিমধ্যে উক্ত স্থানে পৌঁছলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রেপকো কোম্পানির প্রতিনিধি মোঃ গাজীকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সে গুরুতর আহত হয়। স্থানীয় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চমেক নিয়ে গেলে রাত ৯ টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন