২ নভেম্বর ২০২৫

হাটহাজারীতে চলন্ত বাসে আগুন!

হাটহাজারী প্রতিনিধি»

চট্টগ্রাম হাটহাজারী মহাসড়কে চলন্ত যাত্রীবাহী চেয়ার কোচের চাদের উপর তুলা বস্তা সাথে বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে  অগ্নিকান্ডের সৃস্টি হয়।

সোমবার বিকেলে হাটহাজারী -রাঙ্গামাটি মহাসড়কে  সুবেদার পুকুর পাড় এলাকায় ফিলিং স্টেশন সামনে   এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে ।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস বরাতে জানা যায়,চট্টগ্রাম থেকে রাঙ্গামাটিগামী মক্কা পরিবহন (ঢাকা মেট্টো-১৪-২৪১৭) নামে একটি চেয়ারকোচ হাটহাজারী সুবেদার পুকুর পাড় ফিলিং স্টেশন সামনে আসলে চেয়ার কোচের ছাদের উপর বৈদ্যুতিক তারের সাথে লেগে  আগুনের সুত্রপাত হয়।মুহুর্তের মধ্য আগুনে লেলিহান শিখা চারাদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় জনগন চেয়ারকোচে থাকা যাত্রীদের নিরাপদে বের করে নিয়ে আসে।পরবর্তীতে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে। ঘন্টা খানিকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে কোন ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়নি

এ বিষয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টেষন কর্মকর্তা মোঃশাহাজাহান বলেন,রাঙ্গামাটিগামী মক্কা পরিবহন নামক একটি চেয়ারকোচে ছাদে তুলা বস্তা সাথে বৈদ্যুতিক তারের জড়িয়ে গেলে আগুনের ঘটনাটি ঘটে।দ্রুত আগুন নিয়ন্ত্রণ আসায় কেউ হতাহত হয়নি।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ